ইয়াহু ম্যাসেঞ্জারের কিছু লুকানো ইমোটিকোন

04/08/2010 14:29

আমাদের দেশের বেশির ভাগ ইন্টারনেট ব্যাবহার কারীর সবচেয়ে প্রিয় ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার হল “ইয়াহু ম্যাসেঞ্জার”। এটার সাহায্যে বন্ধুদের সাথে খুবই সুন্দর ভাবে চ্যাটিং করা যায়। (তবে আমি “ইয়াহু ম্যাসেঞ্জার” ব্যাবহার করি না :P )। আর এই চ্যাটিং এ ভিন্ন মাত্রা যোগ করার জন্য ব্যাবহার করা হয় ইমোটিকোন। ইমোটিকোন কী? অনেকেই এই প্রশ্ন করতে পারেন। ইমোটিকোন হলো কিছু মজার মজার ছোট আইকন মানে ছবি, যা দিয়ে মনের বিভিন্ন প্রকার ভাব প্রকাশ করা যায় + মজাও করা যায় ;) । নিচে আমি “ইয়াহু ম্যাসেঞ্জার” এর কিছু প্রচলিত + লুকানো ইমোটিকোন দিবো। ইমোটিকোন গুলো লিখার জন্য পাশে কোড ও দেওয়া আছে। আশা করি আপনাদের বুঝতে কোন অসুবিধা হবে না।



আশা করি উপরের ইমোটিকন গুলো ব্যাবহার করে আপনার চ্যটিং কে আরও আনন্দময় করে তুলবেন।