যেকোন ফাইল বা প্রোগ্রাম থেকে আইকন সেভ করা

30/11/2009 11:57

 যদি কোন ফাইলের বা প্রোগ্রামের বা এক্সটেনশনের আইকন সেভ করার দরকার হয় তাহলে ফাইন্ড এ্যাস আইকন সফটওয়্যার দ্বারা তা করা যায়। এজন্য মাত্র ২৮ কিলোবাইটের ফ্রিওয়্যার, বহনযোগ্য এই সফটওয়্যাটি https://sourceforge.net/projects/findasicon থেকে ডাউনলোড করতে পারেন। সফটওয়্যারটি চালু করে Open বাটনে ক্লিক করে যে ফাইল বা প্রোগ্রাম থেকে আইকন সেভ করতে চান তা চালু করুন। এখন উপরে দেখা যাওয়া আইকনের উপরে মাউস দ্বারা দুইবার ক্লিক করলে সেভ ডায়ালগ বক্স আসবে। এখন ico সহ bmp, png, jpg, tif, gif, ফরম্যাটে সেভ করা যাবে।

মূল লেখক: মেহেদী আকরাম