একসাথে একাধিক হোস্টিং সাইটে ফাইল আপলোড করা

30/11/2009 11:47

অনলাইনে ফাইল হোস্টিং এর অনেকগুলো জনপ্রিয় সাইট আছে। এর মধ্যে রেপিড শেয়ার, মেগা আপলোড, ডিপোজিট ফাইল, ২ শেয়ারড, মেগা শেয়ারস, ফাইল ফ্যাক্টরী, হট ফাইল, আপলোডেট ইত্যাদি। এসব সাইটে রেজিস্ট্রেশন করে বা না করেও ফাইল আপলোড করা যায়। বিভিন্ন কারনে একাধিক সাইটে একই ফাইল আপলোড করার দরকার হয়। কিন্তু একটি ফাইল যদি একই সাথে এসব সাইটে আপলোড করা যেত তাহলে বেশ ভালই হতো।
এমনই সুযোগ করে দিয়েছে লোড২অল ফাইল হোস্টিং সাইট। এজন্য উক্ত ফাইলটি www.load2all.com সাইটে আপলোড করতে হবে। এখানে ১৯টি হোস্টিং সাইটের মধ্যে সর্বোচ্চ ৮টি হোস্টিং সাইট নির্বাচন করে ফাইল আপলোড করলে উক্ত নির্বাচিত সাইটগুলোতে আপলোড হবে এবং লোড২অল এর একটি লিংক দেবে। উক্ত লিংকে হোস্টিং হওয়া সাইটগুলো লিংক পাওয়া যাবে। এখানে যে কোন সাইজের ফাইল আপলোড করা যাবে। যদি ফাইলের সাইজ কোন হোস্টিং সাইটের নির্ধারিত সাইজের বেশী হয় তাহলে তা সয়ংক্রিয়ভাবে রার ফাইলে ভাগ হবে।

যদি র‌্যাপিড শেয়ারের নিজস্ব একাউন্টে আপলোড করতে চান তাহলে আপলোড করার আগে নিচে ইউজার-পাসওয়ার্ড দিলেই হবে।

 

মূল লেখক: মেহেদী আকরাম