মোবাইলে বাংলা ওয়েবসাইট দেখা

18/11/2009 20:14

 মোবাইলে ইন্টারনেট ব্যবহার দিনে দিনে বেড়েই চলেছে। সেই সাথে বাড়ছে বাংলা ওয়েবসাইটের সংখ্যা। কিন্তু মোবাইলে বাংলা ওয়েবসাইট ঠিকমত দেখা যায় না। তবে যারা জাভা সমর্থিত মোবাইল ব্যবহার করেন তারা অপেরা মিনি ওয়েব ব্রাউজার ব্যবহার করে বাংলা ওয়েবসাইট দেখতে পারবেন। এজন্য প্রথমে www.opera.com/mini/ থেকে অপেরা মিনি মোবাইলে ডাউনলোড করে ইনস্টল করে নিন।

এবার অপেরা মিনি চালু করে Menu > Tools > Settings এ যান এবং Font size এ Large নির্বাচন করুন এবং Mobile view সক্রিয় করে সেভ করুন। এরপরে ব্রাউজারের এড্রেসবারে about:config লিখে এন্টার করুন তাহলে Power-User settings আসবে। এখানে User bitmap fonts for complex scripts অপশনের No আছে যা পরিবর্তন করে Yes করুন এবং সেভ করুন।
ব্যাস এবার ইউনিকোড সমর্থিত যেকোন ওয়েবসাইট ব্রাউজ করে দেখুন তা দেখা যাচ্ছে।

পোষ্টটি করার ইচ্ছা ছিলো না কারণ এটা সাধারণ তথ্যটা প্রায় সাবই জানে। কিন্তু অনেকে প্রশ্ন করে ফলে বারবার একই উত্তর দিতে ভাললাগে না, তাই অবশেষে পোষ্টটি করলাম।

 

মূল লেখক: মেহেদী আকরাম